শনিবার, ১৬ অক্টোবর, ২০১০

DSE Index - সর্ম্পকে জানুন।

DSE Index অথবা মৃল্য সুচক হল একটি সাধরন পরিমাপ। যার মাধ্যমে আমরা শেয়ার বাজার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে পারি। বাজারের গতি প্রকৃতি বোঝার জন্র্য বর্তমানে বাজারে তিন ধরনের সুচক প্রচলিত আছে।
১. DSI (DSE all share price Index)
২. DGEN (DSE General Index)
3. DSE 20 Index
আসুন এবার দেখি নিই কোন সুচক কিসের ভিত্তিতে তৈরী।
১. DSI ( DSE All Share Price Index) ( সার্বিক মৃল্যসুচক) :
ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্তর্ভুক্ত সকল সিকিউরিটিজের সমন্বয়ে যেমন - মিউচুয়াল ফান্ড, বন্ড, ডিবেঞ্জার ইত্যাদির দর একত্রে উঠানামার উপর ভিত্তি করে সুচকটি করা হয়।
2. DGEN ( DSE General Index) : ( সাধরন মৃল্যসুচক) - ক্যাটাগরি A,B,G,N সিকিউরিটিজের সমন্বয়ে সাধরন মৃল্যসুচক গঠিত।
3. DSE 20 Index: ( ২০ মুল্যসুচক ) - তালিকা ভুক্ত কোম্পানিগুলির মধ্যে হতে সাধারনত পারফরমেন্সের ভিত্তিতে সেরা ২০টি কোম্পানী নিয়ে DSE 20 Index গঠিত। এর ফলে বিনিযোগকারীরা সেরা কোম্পানীগুলি সর্ম্পকে জানতে পারে।
যে সকল বৈশিষ্ট্যর ভিত্তিতে DSE 20 Index এ কোম্পানীগুলো অন্তভুক্ত করা হয় তা হল -
* যে সকল কোম্পানীর বাজার মুলধন ২০ কোটি টাকা বা তার উধ্বে।
*নৃন্যতম ২০% শেযার জনসাধরনের হাতে রয়েছে। ( প্রকৃত পক্ষে তা দেখা যায়না )
*ক্রমাগত বিগত ৩বছর যাবত ১০% হারে লভ্যাংশ প্রদান করে আসছে।
*৬ মাসে অন্তত ৯৫% লেনদেন দিবসে শেয়ার বেচাকেনা হয়েছে।
* নিয়মিত বার্ষিক সাধারন সভা সহ কোম্পাণীর পরিচালনা ব্যবস্থা নুন্যতম মান বাজায় রয়েছে।
যে ভাবে সুচক নির্ধারন করা হয়।
মুল্যসুচক উঠানামা সব শেয়ার এর মোট বাজার মু্ল্যের উপর ভিত্তি করে পরিমাপ হয় । তাই অধিক পুজিকরন করা হয়েছে এমন বড় কোম্পানীর শেযার দরের দ্বারা মুল্যেসুচক উঠানামা হয়ে থাকে। বর্তমানে শেয়ার বাজার প্রতিদিন আমরা যে সুচক দেখতে পাই তা হল আগের দিনের সুচক।

মুল্যেসুচক নির্ধরন পদ্ধতি:
Current Index (অজকের সূচক):
Current Index= (yesterday`s Closing Index X Current Market Capital)/Opening Market
Capital.Closing Index (সমাপ্তির সুচক):
Closing Index= (yesterday`s Closing Index X Closing Market Capital)/Opening Market Capital.Current Market Capital= Sum of (Last trade price X Total number of Indexed share)Closing Market Capital= Sum of (Closing price X Total number of Indexed share)
উদাহরন : মনে করি DSE তে একটি মাত্র শেয়ার আছে বা সকল শেয়াকে একটি শেয়ার হিসাবে ধরে নিই।
সকল শেয়ার এর আগের দিনের মোট মুল্যে ছিল = ২০ টাকা, সাব শেয়ার এর আজাকের বাজার মুল্যে = ৩০ টাকা DSE আগের দিনের মুল্যেসুচক ছিল = ২০০
তাহলে বর্তমান দিনের মুল্যেসুচক হবে = (২০০x ৩০)/২০ = ৩০০।
আগের দিন থেকে পরিবর্তন হয়েছে = ( ৩০০- ২০০) = ১০০।
শতকরা পরিবর্তন হয়েছে = {(৩০০-২০০)x১০০}/২০০ =৫০%



সূত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন