বুধবার, ১৩ অক্টোবর, ২০১০

কিভাবে ভাল শেয়ার নির্বাচন করবেন ?

আমার আগের লেখাগুলোতে বলেছিলাম শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে আপনাকে কি কি করতে হবে। নিশ্চয়ই ইতিমধ্যে আপনি পুরোপুরি প্রস্তুত বিনিয়োগের জন্য।

মানসিক প্রস্তুতি

শুরু করার পূর্বে বড় করে একটা শ্বাস নিন এবং নিজেকে সাহস দিন, যেন যেকোন পরিস্থিতিতে ভেঙ্গে না পড়েন। হার্টটাকে শক্ত করুন। ধের্য্যশীল হোন। এগুলো যদি না থাকতো তাহলে ১৯৯৬ সালে আমার একটা শেয়ার যখন ২৪৮ টাকা থেকে মাত্র ৩৪ টাকায় নেমে এসেছিল তখন আমার অবস্থাটা একটু চিন্তা করে দেখুন? নো রিসক নো গেইন।

ভাল শেয়ার কিনুন

ভাল শেয়ার কিনুন-এই উপদেশটা সবাই দেয়, ডিএসই’র চেয়ারম্যান থেকে শুরু করে বাজারের কনিষ্ঠতম বিনিয়োগকারী। কিন্তু ভাল শেয়ার বুঝবো কিভাবে ? ভাল একটি আপেক্ষিক শব্দ। একজনের কাছে যা ভাল অন্য জনের কাছে তা নাও হতে পারে। যদি নির্দিষ্ট করে বলাই যেত উমুক শেয়ার সবচেয়ে ভাল তাহলেতো সবাই ঐ নির্দিষ্ট শেয়ারই কিনতো। তাই ভাল শেয়ার নির্বাচন করতে হবে আপনাকে।

কিসের উপর নির্ভর করে ভাল শেয়ার নির্বাচন করবেন ?

    ১। ক্যাটাগরী (Category)
    ২। যেমন শেয়ার প্রতি আয় (earnings per share: EPS)
    ৩। প্রতি শেয়ারে মুনাফা প্রদান (dividend per share: DPS)
    ৪। মুল্য-আয় অনুপাত (price earning ratio: P/E)
    ৫। মুনাফা অর্জনের হার (Dividend yield) ইত্যাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন