বুধবার, ১৩ অক্টোবর, ২০১০

শেয়ার বাজারে বিনিয়োগের জন্য প্রবাসীদের করনীয়

ঢাকা ষ্টক এক্সচেঞ্জ (নির্মাণাধীন)
বাংলাদেশী প্রবাসী বন্ধুরা প্রায়ই জানতে চায় কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করবে। তাদের জন্যই আমার এই পোষ্ট। প্রবাসী (NRB) যারা শেয়ারে বিনিয়োগ করতে চান তাদের জন্য দুটি ব্যবস্থা রয়েছে।
১। প্রাথমিক শেয়ার (IPO)
২। সেকেন্ডারী শেয়ার

আর লেনদেনের জন্য রয়েছে দুটি মার্কেট
১। ঢাকা ষ্টক এক্সচেঞ্জ
২। চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ
শেয়ারে বিনিয়োগ করতে হলে আপনাকে প্রথমে একটি FC একাউন্ট ও একটি BO একাউন্ট করতে হবে। FC একাউন্ট বাংলাদেশের যে কোন বানিজ্যিক ব্যাংকে করতে পারেন। আর BO একাউন্ট করতে হবে কোন ব্রোকারেজ হাউজের মাধম্যে CDBL(Central Depository Bangladesh Limited) এ। আপনি যেহেতু প্রবাসী তাই এ দুটি হিসাব পরিচালনার জন্য আপনার বিশ্বস্ত কাউকে সম্পুর্ণ ক্ষমতা দিতে হবে। যিনি আপনার হয়ে সমস্ত কর্মকান্ড পরিচালনা করবেন। নতুন কোন শেয়ার বাজারে আসলে আপনার হয়ে উনি শেয়ারের জন্য আবেদন করবেন।

আপনি চাইলে অনলাইনে বিদেশে বসে সেকেন্ডারী মাকের্টে শেয়ার কেনা বেচা করতে পারেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন