বুধবার, ১৩ অক্টোবর, ২০১০

শেয়ার ব্যবসা কেন করবেন?

শেয়ার ব্যবসা হচ্ছে এমন একটি ব্যবসা যার জন্য আপনাকে দৈনিক খুব কম সময় ব্যয় করলেই চলবে। শেয়ার ব্যবসার জন্য প্রচুর মূলধন প্রয়োজন নাই। শেয়ার ব্যবসা অপোকৃত কম সময়ে শেখা যায় এবং সেখান থেকে নিয়মিত ভাবে বেশী পরিমান উপার্জন করা সম্ভব। অন্য যে কোন পেশায় থেকেও শেয়ার ব্যবসা করতে কোন বাধা নাই। তাহলে এমন একটি ব্যবসা থেকে ভালো ব্যবসা কি সম্ভব? বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন প্রচুর মানুষ এই ব্যবসাতে ঝুঁকে পড়ছে, কেউ খন্ডকালীন বা কেউ র্পূণকালীন ভাবে, এবং তারা প্রচুর উপার্জন করছে। আমাদের দেশেও বিনিয়োগকারীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। শেয়ার বাজার হলো সৎভাবে কম সময়ে ধনীহওয়ার চমৎকার একটি মাধ্যম। তাহলে আপনার যদি শেয়ার বাজার সম্পর্কে ধারনা থাকে এবং কিছু পুঁজি থাকে তাহলে কেন শেয়ার বাজার থেকে দূরে থাকবেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন