বুধবার, ১৩ অক্টোবর, ২০১০

শেয়ার বাজার এখন আপনার Excel সিটে।

শেয়ার বাজার এখন আপনার Excel সিটে।

শেয়ার বাজারের উঠা নামা যদি Excel Sheet থেকে মনিটর করা যায় কেমন হয়?
১। প্রথমে Dhaka Stock Exchange ltd. ওয়েব সাইটে প্রবেশ করুন। ( http://www.dsebd.org/ )
২। এবার Excel Sheet এপেন করুন।
৩। এবার Excel Sheet এর মেনু বার থেকে DATA-------Import External Data------ New Web Query তে যান।
৪। এখানে একটি Address Bar পাবেন যেখান থেকে www.dsebd.org এই সাইটে প্রবেশ করতে হবে।
৫। এখন আপনি Dhaka Stock Exchange ltd এর ওয়েব পেইজটি দেখতে পারবেন।
৬। এখন এই ওয়েব পেইজ থেকে Market Highlights থেকে Latest share price ( Scroll Box ) ক্লিক করতে হবে।
৭। এখন আপনি Scroll Box এ প্রাইস বা latest অবস্হা দেখতে পারবেন
৮। এবার trading code , LTP*, High এরকম লিখা বক্সের সামনে যে এ্যারো টি আছে সেখানে ক্লিক করুন, দেখুন তা রাইট সিম্বল হয়ে গেছেঘ
৯। এবার বক্সের নিচে Import Box এ ক্লিক করুন
১০। Import Date নামে একটি বক্স আসবে,এখান থেকে Ok বক্স এ ক্লিক করুন। দেখুন আপনার Excel Sheet এ সব ডাটা চলে এসেছে।
১১। ম্যানুয়ালি আপগ্রেড করতে হলে, Data-------Refresh Data ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন