বুধবার, ১৩ অক্টোবর, ২০১০

প্রবাসীরা কোথায় খুলবেন বিও, এফসি একাউন্ট ?

প্রবাসীরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে তাদেরকে বিও একাউন্ট, নিটা একাউন্ট ও এফসি একাউন্ট করতে হয়। এ বিষয়ে আমি এই পোষ্টে লিখেছিলাম। এরপর অনেকে জানতে চেয়েছেন কোথায় এবং কিভাবে এসব একাউন্ট করতে হবে। তাদের জন্য এই পোষ্ট। বর্তমানে প্রায় প্রতিটি ব্যাংকই প্রবাসীদের জন্য আলাদা সেবা দিয়ে থাকে। এর মধ্যে দুটি ব্যাংকের বিস্তারিত এখানে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাজে লাগবে।

১। ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক প্রবাসীদের জন্য প্রবাসী বিনিয়োগ নাম একটি সেবা চালু করেছে। আপনি অনলাইনে সমস্ত ফর্ম ডাউনলোড করতে পারবেন ব্যাংকের ওয়েব সাইট থেকে। এরপর তা পুরণ করে প্রয়োজনীয় কাগজ পত্র সহ পাঠিয়ে দিতে হবে নির্দেশিত ঠিকানা মতে। আপনি বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :
ZARIA ZAREEN
PROBASHI BANKING SERVICE
BRAC BANK LIMITED
1 GULSHAN AVENUE, GULSHAN 1,
DHAKA 1212, BANGLADESH
ফোন: ০০৮৮০১৮১৯২৩০০০০
ইমেইল: probashi@bracbank.com

২। এইচএসবিসি ব্যাংক

ঠিক এইরকম সুবিধা দিচ্ছে এইচএসবিসি ব্যাংক। বিস্তারিত জানতে ও ফর্ম ডাউনলোড করতে হলে এখানে ভিজিট করুন
    যোগাযোগের ঠিকানা:
Toll free number for UAE
Phone: 800 NRBD (6723) – For NRBs in Dubai only
NRB relationship team in UAE at the IBC
HSBC Bank Middle east Limited:
Phone: +971 56 6030961, +971 56 6031695
NRB relationship team in Bangladesh
Phone: +88 02 9660536-43 Ext 940, 966, 129, 141, 142
Call centre: +88 01190 PROBAS (776277)
Email: nrb@hsbc.com.bd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন