বুধবার, ১৩ অক্টোবর, ২০১০

শেয়ারের দাম বৃদ্ধির অন্যতম কিছু কারণ ।

শেয়ারের দাম বৃদ্ধির অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কিছু কারণ হলোঃ

১. কোম্পানির আয় বৃদ্ধি ও ভবিষ্যতে কোম্পানির অবস্থান আরো টেকশই হবার লক্ষণ।
২. কোম্পানির বিক্রী বৃদ্ধি এবং বৃদ্ধির ক্রমবর্ধমান ধারা টেকসই হওয়ার লক্ষণ, টেকশই বাজারের নিশ্চয়তা, অনুকূল ভবিষ্যৎ প্রতিযোগিতা, পন্যের গুণগতমান।
৩. লভ্যাংশ ও অন্যান্য প্রদানের ত্রেসহ কোম্পানির ব্যবস্থাপনাতে সন্তুষ্টি।
৪. সংরক্ষিত তহবিলে টাকার পরিমান বৃদ্ধি ও শেয়ার প্রতি সম্পদ এবং শেয়ার প্রতি আয় বৃদ্ধির কারণে বোনাস শেয়ার বা আকর্ষণীয় লভ্যাংশ প্রদানের সম্ভাবনা ।
৫. কোম্পানির উৎপাদন বৃদ্ধি কর্মসূচী গ্রহন অথবা নতুন কোন ইউনিট স্থাপন সংক্রান্ত তথ্য প্রকাশ।
৬. বার্ষিক সাধারণ সাভা ও লভ্যাংশ ঘোষনার সময় এগিয়ে আসা এবং কোম্পানির ব্যবস্থাপনার প্রতি আস্থা।
৭. রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা।
৮. কোম্পানির উৎপাদন বহুমুখীকরণ কর্মসূচি গ্রহন।

যারা শেয়ার বাজার নিয়ে আগ্রহী তারা একটু সময় নিয়ে এই সাইটিতে চোখ বুলাতে পারেন। শেয়ার ব্যবসা শেখার সকল বিষয় এখানে পাবেন।
শেয়ার এডুকেশান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন