আমি দুটো নিয়মই আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনি কোন পথে হাঁটবেন সেটা আপনার ব্যপার।
ধনী হতে চাইলে: আপনি শেয়ার ব্যবসা করে ধনী হতে চাইলে একটাই উপায় আর তা হলো ফান্ডামেন্টাল বুঝে বিনিয়োগ করা, ফান্ডামেন্টাল বুঝে বিনিয়োগ করা এবং ফান্ডামেন্টাল বুঝে বিনিয়োগ করা। এর বাইরে আর কিছু নাই। ফান্ডামেন্টাল বুঝে বিনিয়োগ করলে আপনি কখনই সর্বস্ব হারাবেন না। শেয়ারের মূল বৃদ্ধির অনেক গুলো কারণ আছে। সব কারণের বড় কারণ হল কোম্পানী ভাল লাভ করা। যেমন আপনাদের একটি উদাহরণ দিচ্ছি। লক্ষ করুন- RNSPIN: As per un-audited half yearly accounts as on 30.06.10 (Jan' 10 to June' 10), the company has reported profit after tax and dividend on preference shares of Tk. 204.89 million with EPS of Tk. 19.14 as against profit after tax of Tk. 79.23 million and EPS of Tk. 7.40 (restated) for the same period of the previous year.
কি বুঝলেন? আরএনস্পিন গতমাসের ২৭ তারিখ এই রিপোর্টের মাধ্যমে জানিয়েছে যে তাদের অর্ধবার্ষিক রিপোর্ট অনুযায়ী তারা এই বছরের প্রথম ৬ মাসে আয় করেছে ২০৪.৮৯ মিলিয়ন টাকা। যা গত বছরের প্রথম ৬ মাসে ছিল ৭৯.২৩ টাকা। এখন বুঝতে পারছেন তাদের আয় কত ভাল হয়েছে? এই রিপোর্ট দেয়ার পর আমি আরএনস্পিন কিনেছি ৪৪৯ টাকা করে। যা গতদিন শেষ হয়েছে ৬১৮.৭৫ টাকায়। এখন আপনারা বলুন আমি মাত্র ১ সপ্তাহের ব্যবধানে কত টাকা লাভ করেছি।

এর মানে এখন বুঝতে পেরেছেন? এর মানে হলো কোম্পানী ভাল লাভ করলে শেয়ারের দাম বাড়ে। আশা করি বিষয়টি পরিষ্কার। আর যদি সন্দেহ থাকে তবে ইউনাইটেড ইন্সুরেন্স এর শেয়ারের দিকে লক্ষ করুন। তাদেরও একই অবস্থা।
ফকির হতে চাইলে: আগেই বলেছি ফকির হতে চাইলে না বুঝে শেয়ার কিনতে হবে অথবা জুয়াড়িদের পাল্লায় পা দিতে হবে। জুয়াড়িরা কি করে শেয়ার ব্যবসা করে সেটা কি জানেন? তারা দুর্বল মৌলভিত্তির শেয়ার অথবা শেয়ার সংখ্যা কম এমন কোম্পানীকে টার্গেট করে। তারপর তারা নিজেরা শেয়ার কিনে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়াতে থাকে। আর দাম বাড়তে থাকলে বোকারা সেই শেয়ার কেনা শুরু করে। তখন জুয়াড়িরা তাদের কেনা শেয়ার বোকাদের কাছে বিক্রি করে বেরিয়ে আসে। এরপর শুরু হয় দরপতন আর বোকারা বসে বসে কাঁদে।
আজ সকালে একটি পোষ্ট এসেছে। পোষ্টটি আগে দেখুন।
এখানে লেখক কিছু ''টেকনিক্যাল'' অ্যানালাইসিস দিয়েছেন। কোন শেয়ারের দাম বাড়বে তা বুঝাতে চেয়েছেন। তাদের হিসাব ঠিক আছে।

সবচে মজার ব্যপার হলো সেই পোষ্টে আমি কমেন্ট করার পর আমাকে হেয় করে কয়েকজন মন্তব্য করেছে। আমি সেগুলো দেখ শুধু হেসেছি। কারণ তাদেরকে শেয়ার নিয়ে কখনও লিখতে দেখিনি। আরো মজার ব্যপার হলো লেখক আমাকে বলেছেন যে তিনি ২ সপ্তাহ আগে আফতাব অটোর শেয়ারের দাম বড়বে তার ভবিষ্যৎ বাণী করেছেন এবং সত্য হয়েছে। উনার লেখা পড়ে আমি হাসতে হাসতে শেষ।






বর্তমানে আমার কাছে ৬টি কোম্পানীর শেয়ার আছে। সব শেয়ারে আমি ভাল লাভে আছি শুধুমাত্র ফান্ডামেন্টাল দেখে কিনেছি বলে। এখন আপনারাই বলুন ফান্ডামেন্টাল শেয়ার কিনে লাভবান হতে চান নাকি জুয়াড়িদের কথা শুনতে চান।
আরেকটি কথা। উনারা যেভাবে শেয়ার বাজার নিয়ে কথা বলেন এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। কিছুদিন আগে এমন ভবিষ্যত বানী করার কারণে একজনকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে।
ভাইয়া আপনার পোস্ট গুলো পড়ে আমার অনেক ভাল লাগছে আর অনেক অভিজ্ঞতাও পাইছি। যাক আসল কথায় আসি ভাই আমি শেয়ার ব্যবসা শুরু করতে চাচ্ছি কিন্তু বুঝতে পারছিনা শেয়ার গুলা কিনার পরে আমি বিক্রি করবো কথায়?
উত্তরমুছুনভাইয়া এই সম্পকে যদি আমাকে কিছু বলতেন তাইলে আমার জন্য খুব উপকার হইতো।
ফোন +৮৮০১৭৫৫৩৩৫৫২৮
মেইল badboysumon2016@gmail.com